যে কারণে বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করলো ছেলে

সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করলো ছেলে। শুধু টুকরো করেই তার ক্ষান্ত হয়নি, সে টুকরাগুলো তিনটি বস্তায় ভরে সরিয়ে দেয়ার চেষ্টা করে সে। আর তার জন্য চারজন বন্ধুর সহযোগিতা নেয় সে। কিন্তু বস্তা তিনটি নিয়ে বের হতেই বাড়ির সামনে হাতে-নাতে ধরা পড়ে সবাই।
এদের মধ্যে তিন বন্ধু পলাতক রয়েছে।
দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা বাবা সন্দেশ আগরওয়াল ও ছেলে আমন আগরওয়ালের মধ্যে ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে খুন করেছে ওই ছেলে।
৪৮ বছর বয়সী সন্দেশের দুই ছেলে ও এক মেয়ে।
সন্দেশের পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে বাবাকে হত্যার হুমকি দিয়েছিল ছেলে আমন। তবে সত্যি যে আমন বাবাকে হত্যা করবে তা কেউ বিশ্বাস করতে পারছে না।
নতুনসময়/এনএইচ