নারীকে বাজে ইঙ্গিত, সাড়া না দেয়ায় বেল্ট দিয়ে পেটালো পুলিশ (ভিডিও)

বিকৃত লালসা নিয়ে এক নারীর চারপাশে ঘুরছিলেন দুই পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা তাকে বাজে ইঙ্গিত দিচ্ছিলেন। তাদের মুখে লেগে ছিল বিকৃত হাসি। হঠাৎ একজন কোমর থেকে বেল্ট বের করে নিলেন। তারপর আঘাত করতে থাকেন ওই নারীর শরীরে।
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায় সাত মাস আগে ঘটা এই ঘটনার একটি ভিডিও চিত্র সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর পরই ঘটনায় জড়িত ফরিদাবাদ পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে নির্যাতনের শিকার ওই নারী তাকে না পেটাতে বারবার অনুরোধ করছিলেন। কিন্তু তার অনুরোধ আমলে নেননি পুলিশের ওই সদস্যরা। পিটিয়েই যাচ্ছিলেন তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, জড়িত ব্যক্তিরা ফরিদাবাদের আদর্শনগর পুলিশ স্টেশনের সদস্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নারীর কাছে তার ফোন নম্বর চাচ্ছেন দুই পুলিশ সদস্য। মাঝে মাঝে গায়ে পড়ছে চামড়ার বেল্টের আঘাত।
ওই দুই পুলিশের ভাষ্য, পার্কের ভেতর ওই নারী ও এক ব্যক্তিকে অশালীন অবস্থায় দেখা যায়। পুলিশ ধরতে গেলে পুরুষ ব্যক্তিটি পালিয়ে যান। দুজন মিলে কী করছিলেন প্রশ্ন করেছিলেন তারা। কিন্তু ওই নারী উত্তর না দেওয়ায় জেরা করতে গিয়েই মেরেছিলেন তাকে।
নতুনসময়/এনএইচ