ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ব্রেকআপের প্রতিশোধ নিতে প্রেমিকার বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


২৯ মে ২০১৯ ০৪:১৭

বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ব্রেকআপের পরে ক্ষোভে প্রতিশোধ নিতে স্কুলের বন্ধু তথা পাতানো বোনকে ধর্ষণ করে অমিয় উপাধ্যায় (১৯) নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ মে) দুপুরে ভারতের আহমেদাবাদের ভাদাজ এলাকায় ধর্ষণের ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। চার্টার্ড অ্যাকাউন্টেন্সির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পুলিশের কাছে অমিয় উপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অভিযোগকারী জানান, অমিয়কে অনেক ছোটবেলা থেকেই চেনেন তিনি। নারানপুরা এলাকার বাসিন্দা ওই যুবককে রাখি-ও পরিয়েছেন।

খুব ভালো বন্ধু হিসেবেই পরিচিত তারা। শনিবার, মা ও ভাই বাড়িতে না থাকলে তিনি তাকে বাড়িতে আসতে বলেন। কিছু ভুল বোঝাবুঝি মেটানোর জন্যই তাকে ডেকেছিলেন তিনি।

বন্ধুত্বে চিড় ধরেছে এই ভেবে তার বাড়িতে এসে প্রথমেই তার গালে চড় মারেন অমিয়। তারপর মেঝেতে ফেলে তাকে ধর্ষণ করে। ঘটনার পর তাকে বাড়ি থেকে চলে যেতে বললে, সে যেতে চায়নি। পরে নিজের বাড়ি থেকে নিজেই পালিয়ে যায় অভিযোগকারিণী।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ ধারা মামলা রুজু হয়েছে। আক্রান্ত মেয়েটির ও অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

নতুনসময়/আইকে