ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৮


২৯ মে ২০১৯ ০১:৫৪

সিরিয়ার ইদলিব প্রদেশে সোমবার সরকারি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে অন্তত ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের এই প্রদেশ জিহাদিদের সর্বশেষ ঘাঁটি।

ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকা, হামা ও লাতাকিয়া সিরিয়ার সাবেক আল-কায়েদা অনুগত জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম’র নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশুসহ ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে। আরিহা শহরে চার শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এই প্রদেশে অন্তত ৪৭ জন আহত হয়েছে।

সংস্থাটি আরো জানায়, একই প্রদেশে বিমান হামলায় ১২ বেসমরিক লোক নিহত হওয়ার একদিন পর সর্বশেষ এই হতাহতের ঘটনা ঘটল।

পর্যবেক্ষণ সংস্থা জানায়, এপ্রিলের শেষ দিক থেকে সহিংসতার বেড়ে যাওয়ায় ২৫০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

 

নতুনসময়/এনএইচ