সিরিয়ার সেনাঘাঁটিতে ইসরাইলের রকেট হামলায় নিহত ১

সিরিয়ার সেনাঘাঁটিতে ইসরাইলের রকেট হামলায় এক সিরীয় সেনা নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার রাত ৯টার দিকে এ রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অপর এক সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে ইসরাইল জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমানে হামলার পর ইরানের সেনা অবস্থান লক্ষ্য করে ওই রকেট হামলা চালালো হয়েছে।
এদিকে সিরিয়া দাবি করছে, ইসরাইল গত দশ দিন ধরে বিনা উসকানিতে হামলা চালিয়ে যাচ্ছে।
নতুনসময়/এনএইচ