ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ইয়েমেনে হামলায় ৭ শিশু নিহত


২৭ মে ২০১৯ ২৩:১০

ইয়েমেনের তায়েজ নগরীতে গত সপ্তাহে এক হামলায় সাত শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে ইউনিসেফ জানায়, ‘এনিয়ে গত ১০ দিনে তায়েজ ও সানার কাছে সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ালো।’

রবিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ‘ইউনিসেফ’ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইউনিসেফ আরও জানায়, নিহতদের বয়স ৪ বছর থেকে ১৪ বছরের মধ্যে। শুক্রবার মাবিয়া জেলায় এক হামলায় তারা নিহত হয়।


নতুনসময়/এনএইচ