ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কারাগারে সংঘর্ষ, নিহত ১৫


২৭ মে ২০১৯ ২৩:০২

ব্রাজিলে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এ কারাগারে সাক্ষাতের সময় চলাকালে স্থানীয় সময় ১১ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, কয়েদিদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো দর্শনার্থী মারা যায়নি।

মার্কোস আরো বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ রবিবারের সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


নতুনসময়/এনএইচ