ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তরুণী চিকিৎসকের আত্মহত্যা


২৭ মে ২০১৯ ২২:৫৯

ভারতের মুম্বাইয়ে পায়েল সালমান তাদবি নামের এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি মুম্বাইয়ের বিওয়াই এল নায়ার হাসপাতালের আবাসিক চিকিৎসক ছিলেন। আত্মঘাতী পায়েলের মায়ের দাবি, সহকর্মীদের কাছ থেকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য শুনে অপমানে সে আত্মহত্যা করেছে।

এনডিটিভির খবর, পায়েলের নিজের ঘর থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। মায়ের দাবি একাধিকবার তার সিনিয়র চিকিৎসকরা তাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করতেন। আর সেই কারণেই আত্মহত্যা করেছেন পায়েল। মৃত্যুর আগে কয়েক জনের নাম বলে গিয়েছিলেন তিনি। পায়েলের অভিযোগ ছিল, ওই সমস্ত চিকিৎসকরা তাকে নিগ্রহ করেন। তার মৃত্যুর পর থেকেই ওই চিকিৎসকদের খোঁজ মিলছে না। ইতিমধ্যেই মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস ওই চিকিৎসকদের সদস্য পদ বাতিল করেছে।

সংবাদ সংস্থাকে পায়েলের মা জানিয়েছেন, আমার সঙ্গে যতবারই কথা হত ততবারই ওই তিনজনের নাম আমাকে বলতো। আমরা উপজাতিভুক্ত বলে বারবার পায়েলকে নিগ্রহ করত ওই তিনজন।


নতুনসময়/এনএইচ