৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিনগত রাত ২টা ৪১ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। খবর ব্লুমবার্গের।
তারা জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। ভূমিকম্পটি লাগুনাস গ্রামের ৮০ কিলোমিটার দক্ষিণপূর্ব ও ইউরিমাগুয়াস শহরের ১৫৮ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আঘাত করে।
এদিকে ভয়াবহ ওই ভূমিকম্পের পর কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাধারণত অগভীর ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতি বেশি হয়।
অন্যদিকে ওই ভূমিকম্পের পর পেরু সরকারের জরুরি বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের সময় রাজধানী লিমার মানুষজন আতঙ্কের কারণে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এছাড়া বিভিন্ন শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলেও খবরে জানানো হয়েছে।
উল্লেখ্য, পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। এই দেশটি তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত।
নতুনসময়/এনএইচ