ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাকস্থলী থেকে বের হলো ছুরি-স্ক্রু ড্রাইভার-চামচ-টুথব্রাশ!


২৫ মে ২০১৯ ২৩:০৬

৩৫ বছরের যুবক গিলে ফেলেছিলেন ছুরি, স্ক্রু-ড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সকল জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে।

সূত্রের খবর, পেটে ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের লালবাহাদুর শাস্ত্রী নামে এক যুবক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন তার পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলি তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে। এরপর তার অস্ত্রোপচার করা হয়।

কিন্তু অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার হল, যেগুলি দেখে হতবাক চিকিৎসকরা। সূত্রের খবর, ওই ব্যক্তির পাকস্থলী থেকে পাওয়া যায় ৮টি চামচ, ২টি স্ক্রুডাইভার, ২টি টুথব্রাশ ও একটি ছুরি।
একজন সুস্থ মানুষের পক্ষে এসব খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, তাকে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল।


নতুনসময়/এনএইচ