নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজো প্রদেশের একটি নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও আটজন।
শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির সিসিটিভি ।
জানা যায়, গুইজো প্রদেশের দূরবর্তী বানরাও গ্রামের একটি নদীতে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে ১০ জনের প্রাণহানি হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা গিয়ে চালকসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নৌকাটির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিনচালিত যে নৌকাটি ডুবেছে, সেটি কোনো উৎপাদন সংস্থার তৈরি ছিলো না।
বিগত বছরগুলোতে নদীপথে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। তাই দেশটির নৌপথে দুর্ঘটনার সংখ্যা আগের তুলনায় এখন অনেকটাই কম।
নতুনসময়/এনএইচ