মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২, আহত ১২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মসজিদে এক ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, আজ ২৪ শে মে প্রাদেশিক রাজধানী কোয়েটায় মসজিদের ভেতরে শুক্রবার নামাজের সময় এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে লক্ষ্য করে যারা এ ধরনের হামলা চালিয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিৎ।
এছাড়া ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এ ঘটনার তদন্তে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
নতুনসময়/এনএইচ