ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আগামী ৭ই জুন পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট চুক্তিতে এমপিদের সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ায় তিনি এ ঘোষণা দেন। যার ফলে আগামী ৭ জুন তার তিন বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটবে।
শুক্রবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে তেরেসা মে তার বিদায়ের কথা ঘোষণা করেন। এসময় তিনি বলেন, এটা সবসময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি।
তবে কনজারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
নতুনসময়/এনএইচ