ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ ব্যর্থ হবে

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের মনস্তাত্ত্বিক ও প্রচারণা যুদ্ধ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাস্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
বৃহস্পতিবার তেহরানে প্রকাশিত বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, নিজের জনগণের ওপর নির্ভর করে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে তেহরান নিজের গন্তব্য ঠিক করে ফেলেছে। পথচলার ক্ষেত্রে ইরান কখনোই অচলাবস্থার সম্মুখীন হয় না।
নতুনসময়/আইকে