ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নির্বাচনে জেতায় মোদিকে ইমরান খানের অভিনন্দন


২৪ মে ২০১৯ ০৬:৫৩

ভারতের লোকসভা নির্বাচনে জেতায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটার বার্তায় তিনি লেখেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি, নির্বাচনে বিজেপি এবং এর নেতৃত্বাধীন জোট জেতায়। দক্ষিণ এশিয়া শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।

প্রসঙ্গত ভারতের লোকসভার ফলাফল প্রকাশ হচ্ছে আজ। এখন পর্যন্ত প্রকাশিত ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হয়ে গেছে।

একক দল হিসেবেই সরকারের গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে বিজেপি।

এনডিটিভির লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৫৪২ আসনের মধ্যে ৩২৪টি পেতে যাচ্ছে এনডিএ জোট। একক দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৭৬টি। সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২টি আসন।

নতুনসময়/আইকে