ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জনতার মেনে নিয়ে মোদিকে অভিনন্দন জানালেন রাহুল


২৪ মে ২০১৯ ০৫:০৭

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতেই ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থীদের জয়-জয়কার। ফের ক্ষমতায় ফেরার আনন্দে যখন উচ্ছ্বসিত দলটির কর্মী-সমর্থকেরা। ঠিক সে সময় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি বলেন, জনতার রায় শিরোধার্য। সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রায় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি এই অভিনন্দন জানান।

এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ৩৪৫টি আসন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল। সূত্র: আনন্দবাজার

নতুনসময়/আইকে