নির্বাচনের ফলাফলের দিন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করলো পাকিস্তান

দূরবর্তী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মিসাইলটির অগ্রভাগ পারমাণবিক শক্তিসম্পন্ন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আল আরাবিয়া জানায়, নতুন এ মিসাইলটির নাম শাহিন টু বলে এক বিবৃতিতে জানায় পাক সামরিক বাহিনী। তারা জানায়, বৃহস্পতিবার দেড় হাজার কিলোমিটার দূরত্বে আরব সাগরে মিসাইলটি নিক্ষিপ্ত করা হয়।
প্রতিবেশী চিরবৈরী দেশ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের দিন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনকারী দেশ দুইটির মধ্যে তিনটি যুদ্ধ হয়। নিয়মিত তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
নতুনসময়/আইকে