ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যারা হারলো তারা পরাজিত নয়, ভিভিপ্যাট ম্যাচ করা হোক: মমতা


২৪ মে ২০১৯ ০১:০৮

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র ৩৩৯ আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। আর বিরোধী দল কংগ্রেস এগিয়ে আছে ৯০টি আসনে।

এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন ২৩টি আসনে। আর বিজেপি সেখানে এগিয়ে ১৮টি আসনে। গত নির্বাচনে এই রাজ্যে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল বিজেপি। আর তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল ৩৪টি আসনে।
এবারের নির্বাচনে বেশ কিছু আসন হারানোর আভাস পেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার দুপুরে ভোটগণনার মাঝেই তিনি এক টুইটবার্তায় লেখেন, “বিজয়ীদেরকে অভিনন্দন। তবে যারা হারলো তারা পরাজিত নয়। আমাদেরকে একটি পূর্ণ পর্যালোচনা করতে হবে এবং তারপর আমরা তোমাদের সঙ্গে আমাদের মতামত শেয়ার করবো। আগে ভোটগণনা পুরোপুরি সম্পন্ন ও এবং ভিভিপ্যাট ম্যাচ করা হোক।”


নতুনসময়/এনএইচ