গুরুদাসপুর আসনে এগিয়ে সানি লিওন!

কি অবাক হচ্ছেন! ঘটনাটা অবাক হওয়ার মতোই! চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচনী লড়াইয়ে না নেমেই ভোটের হিসেবে সানি লিওন! লোকসভা ভোটের ফল গণনার সময় বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নস্টার সানি লিওনই হয়ে গেলেন পাঞ্জাবের গুরদাসপুর আসনের বিজেপি প্রার্থী। শুধু প্রার্থী নয়, রীতিমতো প্রতিপক্ষকে ঘায়েল করে ভোটে এগিয়ে রয়েছেন! এমনই ঘটনা ঘটেছে ফলাফল আপডেট জানানোর সময়। আর সানি লিওনকে এভাবে হঠাৎ করে চর্চায় নিয়ে এসেছেন ভারতের রিপাবলিক টিভির জনপ্রিয় উপস্থাপক অর্ণব গোস্বামী।
লাইভ টেলিভিশনে ভোটের ফল গণনার খবর বলতে গিয়ে তিনি এদিন তিনি বলে বসেন, “ওদিকে পাঞ্জাবের গুরদাসপুর আসনে এগিয়ে আছেন সানি লিওন –না, না, সরি –সানি দেওল!”
বিজেপির হয়ে গুরদাসপুর থেকে এবার লড়ছেন বলিউড তারকা সানি দেওল। ২০১৪ সালেও এই আসনটি থেকে জিতেছিলেন আর এক বলিউড অভিনেতা, প্রয়াত বিনোদ খান্না। কিন্তু অর্ণব গোস্বামীর মুখ ফসকে বলে-ফেলা একটি ভুল বাক্যের জেরে এখন সানি দেওলের চেয়েও হঠাৎ বেশি আলোচনা সানি লিওনকে ঘিরে। ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিওটিও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নতুনসময়/এনএইচ