দিল্লিতে আম আদমি পার্টির ভরাডুবি

ভারতের রাজধানী দিল্লির সাতটি আসনের সবগুলোতেই এই মুহুর্তে এগিয়ে আছেন বিজেপি প্রার্থীরা। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, স্থানীয় সময় বেলা ১১ টায় দিল্লিতে বিজেপি প্রার্থীরা কেউ ২০ হাজার, কেউ বা লক্ষাধিক ভোটে এগিয়ে ছিলেন।
বিবিসি জানায়, দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি-র সঙ্গে কংগ্রেসের এবার আসন সমঝোতা হয়নি। ধারণা করা হচ্ছে বিজেপি খুব ভালভাবেই সেটার ফায়দা তুলতে সক্ষম হয়েছে। সমঝোতা না-হওয়ার জন্য আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পরস্পরকে প্রকাশ্যেই দোষারোপ করেছেন।
দোষটা যারই হোক, দিল্লিতে ওই দুই দলের খেয়োখেয়ির রাজনৈতিক লাভ বিজেপিই পাচ্ছে বলে দেখা যাচ্ছে।
নতুনসময়/এনএইচ