ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কে বসছেন দিল্লীর মসনদে, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা


২৩ মে ২০১৯ ২১:৫১

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছে পুরো দেশের মানুষ। কে বসছেন দিল্লীর মসনদে মোদি নাকি অন্য কেউ? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে। বুথফেরত সমীক্ষার সম্ভাবনাকে পেছনে ফেলে আজ সরাসরি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

ইতিমধ্যেই শুরু হয়েছে ভোট গণনা। বেলা যত বাড়বে, ততই স্পষ্ট হয়ে যাবে কার দখলে যাচ্ছে দিল্লি। তবে এর জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সারাদেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফার নির্বাচন শেষে আজ ফল ঘোষণা হবে। তবে এখন পর্যন্ত এগিয়ে আছে মোদীর বিজেপি।


নতুনসময়/এনএইচ