ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ভারতের লোকসভা নির্বাচন: এগিয়ে বিজেপি


২৩ মে ২০১৯ ২০:২৬

ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল একে একে ঘোষণা করা হচ্ছে। দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন পর্যন্ত ৫৩৩টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩০৩টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১০৪টি, এমজিবি ৩১টি এবং অন্যান্য দল পেয়েছে ৯৫টি আসন।

নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। সে হিসাবে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজেপি এরই মধ্যে ২৭১টিরও বেশি আসন পেয়েছে। অর্থাৎ জয়ের জন্য টার্গেট অতিক্রম করেছে তারা।

এর আগে আজ বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে তারা।

নতুনসময়/আলএম/এনএইচ