ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফুসফুসের মাঝখানে তির ঢুকার পরও বেঁচে গেলেন তিনি!


২৩ মে ২০১৯ ০৭:০৩

এক ব্যক্তির হৃদযন্ত্র ও ফুসফুসের মাঝখানে তির ঢুকে যাওয়ার পরেও তিনি বেঁচে গেছেন। জানা গেছে, চিকিৎসকরা ঝুঁকিপূর্ণ অপারেশনের সাহায্যে ওই তির বের করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার ওই ব্যক্তির হার্ট থেকে তিরটি সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে। তবে অপারেশন করার সময় তার অনেক রক্ত ঝরেছে। যদিও চিকিৎসকরা সতর্কতার সঙ্গে তীরটি বের করে রক্ত ঝরা বন্ধের চেষ্টা করেছেন।

৪৭ বছর বয়সী ওই ব্যক্তি তিরবিদ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা এই ভেবে অবাক হচ্ছেন যে, হৃদযন্ত্র আর ফুসফুসের ভেতর দিয়ে তির পার হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু ঘটেনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে।

ইতালির মলিনেটে হাসপাতালের মুখপাত্র তুরিন বলেন, এটা একেবারেই অবিশ্বাস্য যে, তিরটি তার বুকের বাম পাশে ঢুকে হার্ট ছেদ করে বেরিয়ে গেছে এবং ফুসফুসের মধ্যে ঢুকে পড়েছে। তারপরও যে তার মৃত্যু ঘটেনি, এটা অবিশ্বাস্য।

 

নতুনসময়/এনএইচ