ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


পরমানু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকলো ৬ রাশিয়ান যুদ্ধবিমান


২৩ মে ২০১৯ ০৩:৫৪

পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে ৬টি রুশ যুদ্ধবিমান ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি বিমান ছিল পরমাণু অস্ত্রবাহী।

এরপর ধাওয়া দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ বিমান।

সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের আলস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) এফ-২২ স্টিলথ বিমান ওই রুশ বিমানগুলোকে ধাওয়া করে।

রুশ বিমানগুলোর মধ্যে চারটি ছিল বোমারু বিমান ও দুইটি যুদ্ধবিমান।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। এছাড়া দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওই বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়। আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থিত।


নতুনসময়/এনএইচ