ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ভুয়া খবর ও গুজব থেকে দলীয় কর্মীদের সাবধান থাকার পরামর্শ রাহুলের


২৩ মে ২০১৯ ০৩:২২

ভুয়া খবর ও গুজব থেকে দলের কর্মীদের সাবধান থাকার পরামর্শ দিলেন রাহুল গান্ধী৷ ভুয়া খবর দেখে বা পড়ে তারা যেন হতাশাগ্রস্ত না হন৷ ভয় যেন না পান৷ বুধবার ট্যুইট করে এমনই বার্তা দেন রাহুল৷ দলের কর্মীদের মনে করিয়ে দেন, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ৷ এখনই সময় সজাগ থাকার৷ ভয় পাবেন না৷ গুজব বা ভুয়া এক্সিট পোলের খবরে হতাশ হবেন না৷ নিজের এবং দলের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন৷ হিন্দিতে ট্যুইট করে লেখেন রাহুল গান্ধী৷

মুখে বিরোধীরা যতই আস্ফালন করুন, বুথফেরত সমীক্ষা যে তাদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে৷ তাই সব দলই কর্মীদের নির্দেশ দিয়েছে স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের বাইরে পাহারায় বসার৷ প্রিয়াঙ্কা গান্ধীর তরফেও এই নির্দেশ আসে৷ একই সঙ্গে কংগ্রেস কর্মীদের পজিটিভ থাকার বার্তা দেন রাজীব তনয়া৷ বলেন, এই ভুয়া বুথ ফেরত সমীক্ষাগুলি আসলে আপনাদের মনোবল ভেঙে দিতে চাইছে৷ স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের বাইরে পাহারা দিন৷ আমি নিশ্চিত আমার, আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চই পাবো৷

এদিকে প্রচারের শেষ দিন রাহুল গান্ধী বলেছিলেন যা বলার ২৩ মে বলবেন৷ তাই এতদিন তিনি চুপই ছিলেন৷ কিন্তু বুথ ফেরত সমীক্ষাগুলির প্রভাব দলের কর্মীদের মধ্যে ভালোই পড়েছে৷ তা বুঝতে পেরে এদিন ট্যুইট করে দলীয় কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন রাহুল৷ প্রিয়াঙ্কা যা বলেন সেই একই কথা এবার তাঁর মুখেও শোনা গেল৷

https://twitter.com/RahulGandhi


নতুনসময়/এনএইচ