ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ইরানি জনগণের ঐক্য দেখে পিছু হটেছে ট্রাম্প: রুহানি


২৩ মে ২০১৯ ০২:২৫

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণের ঐক্য দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বের হুমকি থেকে সরে দাঁড়িয়েছে। কারণ তিনি বুঝে গেছেন, ইরানি জনগণ তাদের কাছে মাথা নত করবে না।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক ভাষণকালে তিনি এ কথা বলেন। এসময় হোয়াইট হাউসের চাপের মোকাবেলায় ইরানি জনগণ কখনও নতজানু হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল- তারা ইরানের ভিত্তি দুর্বল করে দেবে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার পরও আমাদের দেশ উন্নতির দিকেই ধাবিত হচ্ছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধন করছি।

 

নতুনসময়/এনএইচ