ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ইরানের পক্ষে চীন, কড়া সতর্ক করলেন ট্রাম্পকে


২১ মে ২০১৯ ২১:১০

ফাইল ছবি

ইরান ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কে ‘বাড়াবাড়ি’ না করার পরামর্শ দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেন, টেলিফোনালাপে ওয়াং ই পম্পেও’কে বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় আমেরিকা যেন ‘বেশিদূর’ অগ্রসর না হয়। এ সময় ইরান ও আমেরিকা দু’দেশই ধৈর্য ও আত্মসংযম প্রদর্শন করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

টেলিফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে বাণিজ্যিক মতবিরোধকে কেন্দ্র করেও ‘বাড়াবাড়ি’ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনা আবার শুরু করারও আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করলেও দু’দেশের শীর্ষ নেতারা যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিলেও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।’

নতুনসময়/আল-এম