ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাল্টিক সাগরে রাশিয়ার বিশাল সামরিক মহড়া


২১ মে ২০১৯ ০০:১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ক্রমশ ইরানের উত্তেজনা বাড়ছে। ন্যাটো বাড়াচ্ছে সামরিক তৎপরতা। বিশেষ করে রাশিয়ার সীমান্তে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ন্যাটো তাতে বেশ উদ্বেগে মস্কো। আর সেজন্যেই রাশিয়া তার সেনাবাহিনীকে সবরকম পরিস্থিতির জন্যে তৈরি থাকার নির্দেশ দিয়েছে।

এমন উত্তেজনায় ভরা পরিস্থিতিতে বাল্টিক সাগরে শক্তিশালী সামরিক মহড়া চালাল রাশিয়া। মার্কিন নেতৃত্বাধিন ন্যাটো সামরিক জোটের সঙ্গে উত্তেজনার মাঝেই এই সিদ্ধান্ত নিল মস্কো। বিশাল এই সামরিক মহড়ায় কালিনিনগ্রাদে মোতায়েন বাল্টিক বহর অংশ নেয়। এই অঞ্চল দিন দিন রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠছে।

মহড়ায় বাল্টিক বহরের সেনারা একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করে এবং সেনা কর্মকর্তাদের সামনে মার্শাল আর্ট প্রদর্শন করে। বাল্টিক বহর প্রতিষ্ঠার ৩১৬ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার এই সামরিক মহড়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিকের বিরাট অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্য দাবি করায় রুশ সামরিক বাহিনীর মধ্যে বাল্টিক বহরের গুরুত্ব বেড়ে গেছে।


নতুনসময়/এনএইচ