ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


যুদ্ধে ভয় পায় যুক্তরাষ্ট্র: ইরান


২০ মে ২০১৯ ০৭:২৭

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরান যুদ্ধের পেছনে ছুটছে না। যুক্তরাষ্ট্র ও আমাদের মধ্যে ফারাক হচ্ছে, তারা যুদ্ধে ভয় পায় এবং তাদের যুদ্ধের ইচ্ছাও নেই।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। সৌদি গণমাধ্যম মন্ত্রণালয় রোববার এক টুইট বার্তায় এ তথ্য দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এসময়ে তারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কথা বলেন।

এমন এক সময় এ তথ্য জানানো হয়েছে, তখন তেলট্যাংকার ও পাম্পিং স্টেশনে হামলা নিয়ে আরব নেতাদের একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।


নতুনসময়/এনএইচ