ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সন্ত্রাসীদের কারখানা ইসরাইল: দোষ চাপে মুসলিমদের উপর


১৯ মে ২০১৯ ২৩:০০

সংগৃহীত

মধ‍্যপ্রাচ‍্যে সন্ত্রাসীদের জন্ম দেয় ইহুদীবাদী ইসরাইলে,দোষ চাপে মুসলিম সম্প্রদায়ের ঘাড়ে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বাসিনা শাবান একথা বলেছেন।

তিনি আরও বলেন,সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়ায় সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল, আইএস,জঙ্গি তারাই তৈরী করেছে।

তিনি  সিরিয়ার বার্তা সংস্থা সানাকে এ কথা বলেছেন। বাসিনা শাবান আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় আহত আইএস জঙ্গিদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে এবং এখনও তাদের প্রতি সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, ইহুদিবাদীদের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে দেওয়া। তবে তাদের এই অশুভ লক্ষ্য বাস্তবায়িত হবে না।

সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, প্রতিরোধ সংগ্রামের মূলেই রয়েছে ফিলিস্তিন ইস্যু এবং তা ভবিষ্যতেও প্রধান ইস্যু হিসেবে থাকবে।

নতুনসময়/আল-এম