ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তান


১৮ মে ২০১৯ ২৩:১৮

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে দেশটির হেরাট প্রদেশে। ওই রাজ্যের ওবা জেলায় এই বিস্ফোরণে নিহত হয়েছেন ২ জন। নিহতের তালিকায় একজন শিশুও রয়েছে।

জানা গেছে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। প্রশাসনের মুখপাত্র জায়লানি ফারহাদ এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন।

হেরাট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। সরকারিভাবে সেই সংখ্যাটা ১৪। যদিও আহত এবং নিহতদের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

নতুনসময়/এনএইচ