ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ইরানের সাথে যুদ্ধ করতে রাজী নন ট্রাম্প


১৮ মে ২০১৯ ০১:০০

ফাইল ছবি

ইরানের সঙ্গে সংঘাত বা যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন তিন কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার শীর্ষ পর্যায়ের উপদেষ্টাদের বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তিনি চান না। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ট্রাম্প যুদ্ধে যেতে না চাইলেও ওই অঞ্চলে আমেরিকার স্বার্থ রক্ষা করতে দৃঢ় প্রতীঙ্গ।

বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যাচ্ছে না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মার্কুস বলেন, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা পরিষ্কার যে, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে যায় না যুক্তরাষ্ট্র এবং তিনি (ট্রাম্প) ইরানের নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন- পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়া সত্ত্বেও ইরান ‘সর্বোচ্চ সংযম’ দেখাচ্ছে।’

নতুনসময়/আল-এম