সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে কাশ্মীরে সেনাসহ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী এবং দেশটির এক সৈন্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
দেশটির পুলিশ ধারণা করছে, জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের সদস্য হামলাকারী সন্ত্রাসীরা। স্থানীয় একটি বাড়িতেই তাদের আস্তানা ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।
নতুনসময়/এনএইচ