ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


অস্ত্রধারীদের হামলায় সুদানে নিহত ৬


১৪ মে ২০১৯ ২২:৫০

সুদানে বিক্ষোভ চলাকালীন আন্দোলনরত সুদানীদের উপর অস্ত্রধারীরা হামলা চালালে পাঁচজন বিক্ষোভকারীসহ নিহত হয়েছে ছয় জন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের মেজর পর্যায়ের একজন কর্মকর্তাও মারা গেছেন। তবে এই হামলার জন্য কারা দায়ী সেসম্পর্কে সরাসরি কিছু বলেনি সেনাবাহিনী। খবর খালিজ টাইমসের।

বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির নাগরিকরা। এদিকে, সোমবার রাতে এই হামলার আগেই অন্তর্বর্তীকালীন একটি যৌথ কাউন্সিল গঠনের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে একমত হয় বিরোধীরা। তবে এই সরকারে সামরিক-বেসামরিক কর্তৃপক্ষের প্রতিনিধিত্বের হার এবং সরকারের মেয়াদ সম্পর্কে এখনো আলোচনা হয়নি। এ বিষয়ে বুধবার দুই পক্ষের মধ্যে আরেক দফা আলোচনার কথা রয়েছে। এর মধ্যেই সোমবার রাতে হামলার ঘটনা ঘটল।


নতুনসময়/এনএইচ