শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পানামা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পানামা। দেশটির প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভরেলা এক টুইট বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও টুইটবার্তায় জানান প্রেসিডেন্ট।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার জরিপ অনুসারে, কোস্টারিকার সান্তা ক্রুজ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, পুয়ের্তো আর্মুয়েলসে একটি বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনায় এক নারী আহত হয়েছেন। ভূমিকম্প থেকে কোন সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের নভেম্বরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল রাজধানীর সান জোসের উপকূলীয় কোস্টা রিচা উপকূলে। সে সময় হার্ট অ্যাটাক করে দুই ব্যক্তি মারা যান।
আরও উত্তরে মেক্সিকোতে সেপ্টেম্বর ২০১৭ তে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩০০ লোক মারা যায়।
নতুনসময়/এনএইচ