হত্যার হুমকিতে পুলিশি নিরাপত্তায় লন্ডনের মেয়র

লন্ডনের মেয়র সাদিক খানকে ফের হত্যার হুমকি দেয়া হলো। এই নিয়ে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয়েছে তাকে। এ ঘটনার পর থেকেই ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে মেয়রকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, একটি শহরের মেয়র হওয়ার কারণে নিজের ব্যক্তিগত জীবন পুলিশি নিরাপত্তার মধ্যে থাকতে হবে এ কথা কখনও ভাবিনি।
প্রসঙ্গত, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিক খানকে এর আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়েছে ১৭টি।
নতুনসময়/এনএইচ