বুর্কিনা ফাসোর গির্জায় বন্দুকধারীর হামলায় যাজকসহ নিহত ৬

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটি গির্জায় অজ্ঞাত বন্দুকধারীর হামলায় যাজকসহ ৬ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, দেশটির উত্তারঞ্চলীয় শহর ডাবলোর একটি গির্জায় স্থানীয় সময় আনুমানিক সকাল দশটায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
ডাবলো শহরের মেয়র ওসমানি জঙ্গো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রার্থনা চলাকালীন সকাল দশটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা শহরের একটি ক্যাথলিক চার্চে ঢুকে গুলি করা শুরু করে। বন্দুক হামলা শুরু হলে গির্জার ভেতরে প্রার্থনারত মানুষজন পালানোর চেষ্টা করেন।
নতুনসময়/এনএইচ