হিন্দু-মুসলিম একসঙ্গে ইফতার

বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন এক নজির স্থাপন করলো ভারতের গুজরাটে দরগাহ হজরত খাজা দানায়। বৃহস্পতিবার তারা একসঙ্গে ইফতার করে বলে জানিয়েছে ভারতভিত্তিক সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।
নিয়মিত দরগায় আসেন এমন এক ব্যক্তি বলেন, আমি পাঁচ বছর ধরে এই দরগায় আসছি। অনেক হিন্দু এই দর্গায় আসে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দারুণ একটি প্রতীক।
দরগায় আসা আরেকজন বলেন, আমি গত ৩৮ বছর ধরে এখানে আসছি। এখানে আসা মানুষের সংখ্যা ক্রমশ বেড়েছে। বিভিন্ন ধর্মের মানুষকে এখানে আসতে এবং প্রার্থনা করতে দেখেছি আমি। ইফতার শুধু মুসলিমদের জন্য নয়, এটা সবার জন্য।
দরগায় কাজ করে এমন এক ব্যক্তি বলেন, সব ধরনের ধর্মীয় প্রতিবন্ধকতা পেরিয়ে মানুষ এখানে আসে এবং একসঙ্গে বসে প্রার্থনা করে। আপনি যদি ধর্মীয় সম্প্রীতির বিষয়টি দেখতে চান তাহলে একবার হলেও এই দরগায় আসুন।
নতুনসময়/এনএইচ