ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


যেভাবে ২১৪ কেজি ওজন কমালেন এশিয়ার সবচেয়ে মোটা নারী


১১ মে ২০১৯ ২১:৫৬

এশিয়ার সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিতি লাভ করা ভারতের অমিতা রজনী তার ওজন ২১৪ কেজি কমিয়েছেন। চার বছরে দুটি অস্ত্রোপচার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে তিনি এই বিপুল পরিমাণ ওজন কমিয়েছেন। ৩০০ কেজি থেকে কমে অমিতার ওজন এখন মাত্র ৮৬ কেজি। মুম্বাইয়ের বাসিন্দা এই নারীর চিকিৎসক বেরিয়াট্রিক সার্জন ডা. শশাঙ্ক শাহ জানিয়েছেন, ৪২ বছরের অমিতাই ছিলেন এশিয়ার সবচেয়ে মোটা মহিলা।
এক সাক্ষাৎকারে অমিতা রজনী বলেন, অস্ত্রোপচারের আগে জীবনটা দুর্বিষহ ছিল। পোশাক বদলানো বা সামান্য একটু হাঁটার জন্যও প্রয়োজন হতো দ্বিতীয় কোনও ব্যক্তির সাহায্য। টানা আট বছর শয্যাশায়ী ছিলেন তিনি। এই আট বছরে একদিনও বাড়ির বাইরে বের হননি; দেখেননি সূর্যের আলো।
তিনি বলেন, আমাকে দেখলেই আমার ভাইয়ের ছয় মাস বয়সী ছেলে কাঁদতে শুরু করতো। এখানেই শেষ নয়। মোটা হওয়ার পাশাপাশি কিডনির সমস্যা, টাইপ-২ ডায়াবেটিস এবং শ্বাসকষ্টও ছিল আমার। সব মিলিয়ে দিন দিন অবসাদে তলিয়ে যাচ্ছিলাম।
ওজন কমাতে লীলাবতী এবং হিন্দুজা হাসপাতালে দুবার বেরিয়াট্রিক সার্জারি করান অমিতা। অস্ত্রোপচারের পর ৩০ দিন ডাক্তাররা ক্রমাগত নজরে রেখেছিলেন তাকে। সঙ্গে চলত ফিজিওথেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজ। অমিতা জানিয়েছেন, এখন মনে হয় তিনি স্বর্গে বাস করছেন। সুস্থ হওয়ার পর ঘুরে দেখেছেন ভারতের বিভিন্ন প্রান্ত।


নতুনসময়/এনএইচ