আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো দুটো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই দাবি করছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, বিকালের দিকে ক্ষেপণাস্ত্র দুটো পূর্ব দিকে ছোড়া হয়।
জানা যায়, উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনো-রি ঘাঁটি থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র দু’টি ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) এবং ১৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। তবে এ বিষয়ে বিশদ কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক থেকে বের হয়ে যান ট্রাম্প।'
নতুনসময়/আল-এম,