ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার


৯ মে ২০১৯ ২১:৩৭

২১ বছরের একজন উঠতি মডেল-অভিনেত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও চিত্র ধারণ করে পরে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫২ বছরের এক চিকিৎসকের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

পুলিশ সূত্রে খবর, একটি হিন্দি ধারাবাহিকের সূত্রে চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ে পরিচয় হয়েছিল ওই মডেলের। সেখান থেকেই প্রেম। পরবর্তীতে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। লিভ ইন করতেন দু'জনে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ওই মডেল-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। পরে চিকিৎসককে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।
মডেলের অভিযোগ, বন্ধুত্ব ছিল তাদের। সেই বন্ধুত্বের সূত্র ধরেই পরে এক সঙ্গে থাকতে শুরু করেন তারা। তরুণীর অভিযোগ, তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক এবং আপত্তিকর ছবিও তুলে রাখেন। এই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


নতুনসময়/এনএইচ