ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঘুষ চাওয়ায় দুর্নীতি দমন কর্মকর্তাকে নারীর জুতাপেটা


৯ মে ২০১৯ ০৫:৩৮

প্রথমে লাল শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকেন। তার হাত থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এমন সময় পেছন থেকে শার্টের কলার টেনে ধরে ওই ব্যক্তিকে জুতাপেটা করতে করতে মাটিতে ফেলে দেন এক নারী। তাকে টেনে-হেঁচড়ে রাস্তায় নিয়ে যাওয়ারও চেষ্টা করেন ওই নারী।

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের ম্যাঙ্গো এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআই বলছে, ভারতের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ওই ব্যক্তি। তাকে টাকা দেয়ার কথা বলে ডেকে এনে বেধরক মারধর করেন ওই নারী। পরে ঘুষ দাবি করা ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের উদ্দেশেই টাকা দেয়ার কথা বলে ডেকে আনেন ওই নারী।

নতুনসময়/এনএইচ