ছাত্রীদের ডাকতেন সুইটহার্ট, পাঠাতেন অশ্লীল ম্যাসেজ-ভিডিও

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফিজিয়োথেরাপি বিভাগের প্রধান পি সেন্টিল কুমারের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। বলা হয়েছে, তিনি ছাত্রীদের ডাকতেন সুইটহার্ট বলে। ফেসবুকে পাঠাতেন অশ্লীল ম্যাসেজ ও ভিডিও।
ওই অধ্যাপকের বিরুদ্ধে ১৪ জন ছাত্রী এমন অভিযোগে তুলেন। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে তাকে।
সোমবার (৬ মে) এই অধ্যাপকের বিরুদ্ধে ফেসবুকে পরপর অভিযোগ পোস্ট করতে থাকেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিয়োথেরাপিস্টের প্রধান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
অধ্যাপক নাকি ছাত্রীদের ‘সুইটহার্ট’, ‘সুইটু’ ইত্যাদি বলে সম্বোধন করতেন। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ছাত্রীদের পাঠাতেন আপত্তিকর ভিডিও ও মেসেজ। এমনই অভিযোগ ছাত্রীদের।
এ বিষয় বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বিক্রম সিং বলেছেন, অভিযুক্ত অধ্যাপকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করবে কমিটি।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যাপকের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হলেও, তার ফোন সুইচ অফ থাকায় তা করা যায়নি।
নতুনসময়/এনএইচ