অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর মাথায় ডিম ভাঙার চেষ্টা, আটক-১

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ভাঙার চেষ্টা করায় ২৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মরিসন নিউ সাউথ ওয়েলসের আলবুরি শহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের।
ওই নারী পেছনের দিক দিয়ে এসে মরিসনের মাথার ডিম ভাঙার চেষ্টা করলেও সেটি ভাঙেনি। পরে সেই নারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ভেঙে আলোচনায় আসে এক কিশোর।
নতুনসময়/আল-এম,