ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মেক্সিকোয় বিমান বিধ্বস্তে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩


৭ মে ২০১৯ ২৩:০৩

মেক্সিকোয় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের পাঁচ সদস্যসহ ওই বিমানের ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, লাস ভেগাসে একটি বক্সিং ম্যাচ দেখে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানটিতে ৩ জন ক্রু সদস্য এবং ১০ যাত্রী ছিল। নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছর।

মেক্সিকোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বেলা তিনটার আগে লাস ভেগাস থেকে যাত্রা করেছিল বিমানটি। দু'ঘণ্টা পরে বিমানের পাইলটের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।


নতুনসময়/এনএইচ