ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


১০ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করলেন শিক্ষিকা


৭ মে ২০১৯ ০৭:০০

শিক্ষিকার বিরুদ্ধে মাত্র ১০ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লেক চার্লস চার্টার একাডেমিতে থার্ড গ্রেডের শিক্ষিকা ডিড্রি স্মিথ ৩৪ বছর বয়সী ও তিন সন্তানের মা। ওই শিক্ষিকা ছাত্রের সঙ্গে বেশ কয়েক মাস যৌন সম্পর্ক স্থাপনসহ অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। এ অভিযোগে মঙ্গলবার তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। ওই স্কুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ আসার কয়েক ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ডেইলি মেইল।

শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত চলছে এ অভিযোগের। তাতে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, স্মিথ বিবাহিতা। তার তিনটি সন্তান আছে। একটি মেয়ে ও দুটি ছেলে। এমন একজন শিক্ষিকা হয়ে তিনি ২০১৮ সালের শেষের দিক থেকে ১০ বছর বয়সী একটি ছাত্রের প্রতি আকৃষ্ট হন। তার সঙ্গে গড়ে তোলেন যৌন সম্পর্ক। অভিযোগ আছে, ওই বালককে তিনি শয্যাসঙ্গী করেছেন একাধিকবার। স্কুলের প্রেসিডেন্ট জাজ উলিসিস জিন থিবোডিউক্স বিবৃতিতে বলেছেন, স্মিথের এ ঘটনা বিচ্ছিন্ন। তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওইদিকে কাউন্টি জেল থেকে স্মিথকে ৫০ হাজার ডলার বন্ডের বিনিময়ে মুক্তি দেয়া হয়েছে। তদন্তকারী পুলিশ বলছে, এখনও তদন্ত চলছে। তারা মনে করছে, স্মিথের বিরুদ্ধে একই রকম আরো অভিযোগ পাওয়া যেতে পারে।

স্মিথের লিঙ্কডইন পেজের তথ্য অনুযায়ী, লেক চার্লস চার্ডার একাডেমির প্রতিষ্ঠান চার্টার স্কুলস ইউএসএ’তে ২০১২ সাল থেকে নিযুক্ত আছেন স্মিথ। কে-৮ গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি সরকারি স্কুল। স্মিথের ফেসবুকের পোস্ট অনুযায়ী তার স্বামী একটি গ্যাস স্টেশন কোম্পানিতে কর্মরত। তাদের দাম্পত্য জীবন ১২ বছরের।


নতুনসময়/এনএইচ