ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


প্রচণ্ড শক্তি নিয়ে ২০০ কি.মি. গতিতে উড়িষ্যা লণ্ডভণ্ড করল 'ফণী'


৪ মে ২০১৯ ০৫:০৮

প্রচণ্ড শক্তি নিয়ে আজ শুক্রবার ভোরে আঘাত হেনেছে ভারতের উড়িষ্যার উপকূলে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর প্রবল ঝড়ো হাওয়া বইছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উড়িষ্যার রাজ্য সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এই মুহূর্তে 'ফণী' বাংলাদেশে প্রবেশ করছে।

ফণির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উড়িষ্যা। কয়েক ঘণ্টা পুরো এলাকায় তাণ্ডব চালিয়ে গেছে এই ঝড়। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে মোবাইল কম্পানি বিএসএনএলের টাওয়ার। উড়ে গেছে বাড়ির ছাদ। পানিতে ডুবে গেছে বহু জায়গা। অসংখ্য গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে ঘর-বাড়ি।


নতুনসময়/এনএইচ