ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শ্রীলঙ্কার পর ভারতে বোরখা নিষিদ্ধের দাবি


৩ মে ২০১৯ ০১:৪৮

শ্রীলঙ্কার মতো ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দেশটির হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনা।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটির মুখপত্র সামনা’র বরাত দিয়ে একথা জানায় ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্প্রতি শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পর দেশটির সরকার আইন করে মুখ ঢেকে পোশাক পরা নিষিদ্ধ করেছে। শিবসেনার প্রশ্ন, শ্রীলঙ্কা যদি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে, তবে ভারত কেন পারবে না?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফরের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় কলামে বলা হয়, রাবণের শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ হয়েছে। রামের অযোধ্যায় কবে হবে?

এই কলামে আরও বলা হয়, অযোধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কর্মসূচি আছে। তার আগে আমরা এই প্রশ্ন তুলে ধরতে চাই।

শিবসেনার দাবি, বিভিন্ন রকমের চাপ উপেক্ষা করে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা বোরখা নিষিদ্ধ করতে পেরেছেন।

সামনা’র কলামে বলা হয়, নিরাপত্তা বাহিনী যাতে প্রত্যেককে সহজে শনাক্ত করতে পারে, সেজন্য শ্রীলঙ্কার প্রশাসন ও রাষ্ট্রপতি এমন ঘোষণা করেছেন।

আরও বলা হয়, নাগরিকদের একাংশ যদি মুখ ঢেকে রাস্তায় চলাচল করে, তবে তা জাতীয় ও সামাজিক নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

শিবসেনার আহ্বান, সার্জিক্যাল স্ট্রাইকের মতো সমান তৎপরতায় বোরখা নিষিদ্ধ করা হোক। এটিও একই ধরনের সাহসিকতার কাজ।

সংগঠনটির মতে, মুসলিম সমাজে মহাত্মা গান্ধী এবং জ্যোতিরাও ফুলে’র মতো সংস্কারকরা না আসায় শাহবুদ্দিন, আজম খান বা ওয়েইসি ভাইদের মতো নেতারা প্রভাব বিস্তার করার সুযোগ পান।

এই প্রবণতা রুখতে সরকারকে হস্তক্ষেপ করতেই হবে বলে মনে করে শিবসেনা।'

নতুনসময়/আল-এম