ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ভারতের মহারাষ্ট্রে বিস্ফোরণে ১৫ নিরাপত্তাকর্মী নিহত


২ মে ২০১৯ ০২:০১

মাওবাদীদের হামলায় ভারতের মহারাষ্ট্র প্রদেশে ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে জানা যায়।

বুধবার দুপুর ১২ টার দিকে মহারাষ্ট্রের মাওবাদী অধ্যূষিত জেলা গাধচিরোলিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাধচিরোলিতে কমপক্ষে ৩০টি গাড়িতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডিআইজি অঙ্কুশ শিন্ডে বলেন, ‘একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে ক্যুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। এসময় ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

এদিকে গাধচিরোলিতে মাওবাদী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও।

গত ১১ এপ্রিল ভারতের প্রথম দফার লোকসভা নির্বাচনে শুরু হওয়ার দিন গাধচিরোলির একটি ভোট কেন্দ্রের পাশে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ করে হামলা চালায়। তবে সেই হামলায় কেউ হতাহত হয়নি।

তাছাড়া বুধবার সকালে গাধচিরোলি কুরুখেদা নামের একটি নির্মাণাধীন এলাকার ২৭টি মেশিন ও যানবাহনে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ভারতের ছত্তিশগড় প্রদেশের দান্তেওয়ানা জেলায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বিধায়কসহ পাঁচজন নিহত হয়।


নতুনসময়/এনএইচ