রিয়াদে অগ্নিকাণ্ড প্রায় ৫ শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ ১

মঙ্গলবার (৩০ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় আনুমানিক ১ ঘটিকার দিকে রিয়াদ তুমামা সৌদি ট্যাকনিকেল ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কুমিল্লা প্রবাসী জসিম আহমেদ জানান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে আশেপাশের বেশ কিছু ক্যাম্প পুড়ে যায়। ক্যাম্পে থাকা প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের পাসপোর্ট আগুনে পুড়ে গেছে এবং একজন অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুরা এলাকা পুলিশ ঘিরে রেখেছেন। বেশ কিছু ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
নতুনসময়/আরকে/এসআই